
জুলাই৩৬ নিউজ | বিশেষ প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা মনির হোসেন।
এতে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য প্রার্থনা করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন,
“এই ট্র্যাজেডি গোটা জাতির জন্য এক অমানবিক বেদনার মুহূর্ত। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনা আমাদের সবার জন্য গভীর চিন্তার বিষয়।”